নূহ (আ.) এর জীবনী এবং আমাদের শিক্ষা | Life of Prophet Nuh (Pbuh) | মিজানুর রহমান আজহারি
২৫ পর্বের ধারাবাহিক প্রফেট সিরিজের আজ থাকছে ২য় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি— “নূহ (আ.) এর জীবনী এবং আমাদের শিক্ষা” | "Life of Prophet Nuh (Pbuh) and Lessons from it" এ বিষয়ে। দা’ওয়াহ কাজের সাথে যারা সম্পৃক্ত অথবা ভবিষ্যতে দা’ওয়াহ কাজে আত্মনিবেদনে আগ্রহী, তাদের প্রত্যেকের জন্য এ পর্বটি থেকে নেবার আছে অনেক কিছু দা’ওয়াহ এপ্রোচ, দা’ওয়াহ মেথোডলজি, দা’ওয়াহ চ্যালেঞ্জ এবং দা’ওয়াহ কাজের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও, এপর্বটিতে আলোকপাত করা হয়েছে। Do listen & Share the Khayr. আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন Official Social Media: Facebook: https://www.facebook.com/mizanurrahmanazhariofficial Instagram: https://www.instagram.com/mizanur.rahman.azhari.ig/ Twitter: https://twitter.com/mizanurazhario Linkedin: https://www.linkedin.com/in/mizanur-rahman-azhari-96b1a4202/